ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এসপি নাইমার মামলায় বাবুল আক্তারের রিমান্ড নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এসপি নাইমার মামলায় বাবুল আক্তারের রিমান্ড নামঞ্জুর বাবুল আক্তার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: ডিজিটাল নিরাপত্তা আইনে পিবিআই চট্টগ্রাম মেট্রোর ইনচার্জ এসপি নাইমা সুলতানার করা মামলায় কারাবন্দি সাবেক এসপি বাবুল আক্তারের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি আসামি বাবুলকে নিজের আইনজীবীদের সঙ্গে এক ঘণ্টা কথা বলারও অনুমতি দেওয়া হয়।

 

রোববার (২২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হালিমের আদালত এ আদেশ দেন।  

এর আগে গত ১২ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা উত্তর বিভাগের পরিদর্শক আরিফুর রহমান ৭ দিনের রিমাণ্ড আবেদন করেছিলেন।

 

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কামরুল ইসলাম বলেন,  আদালত শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর ও আসামির আইনজীবীদের একান্তে আদালতে সহকারী পুলিশ কমিশনারের কক্ষে এক ঘণ্টা কথা বলার অনুমতি দেন।

বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মওলা মুরাদ বাংলানিউজকে বলেন, বাবুল আক্তারের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করেছেন।  সেইসঙ্গে আদালতে এক ঘণ্টা বাবুল আক্তারের সঙ্গে একান্তে মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলার  দিয়েছিলেন।  

এর আগে ২০২২ সালের ১৭ অক্টোবর রাতে নগরের খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়েছিল।  

মামলার অন্য আসামিরা হলেন- বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবুল আক্তারের বাবা আব্দুল অয়াদুদ মিয়া।  

মামলার অভিযোগে বলা হয়েছে, বাবুল আকতারসহ অন্য আসামিরা মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছেন। এর অংশ হিসেবে ইলিয়াস হোসেনকে দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ‘স্ত্রী খুন স্বামী জেলে খুনি পেয়েছে তদন্তের দায়িত্ব’শিরোনামে ফেসবুক ও ইউটিউবে ডকুমেন্টারি ভিডিও প্রচার করছেন। ভিডিওতে যে বক্তব্য রয়েছে তার মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি এবং বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।