ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা ...

চট্টগ্রাম: চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে নিরাপদ সড়ক ব্যবহার ও ট্রাফিক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ।  

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ ড. অর্থদর্শী বড়ুয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই প্রশাসন) মো. কামাল হোসেন, টিআই (খুলশী) মো. সালাউদ্দিন মামুন, টিআই (চাঁন্দগাও) উত্তম কুমার দেবনাথ, টিআই (মুরাদপুর) ইস্রাফিল মজুমদার, টিআই (বায়েজিদ) মো. আলমগীর হোসেন, কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক আবদুল হালিম, ইসলাম শিক্ষার ড. ওয়ালিউল্লাহ, আইসিটি শিক্ষক মো. বরকতুল্লাহসহ অন্যান্য শিক্ষকরা।

কর্মশালায় ছাত্র-ছাত্রীদের নিরাপদ সড়ক ব্যবহার, নিরাপদে রাস্তা পারাপার ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতামূলক দিক-নির্দেশনা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।