ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শেখ রাসেল গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
শেখ রাসেল গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম: পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতি আয়োজনে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খেলার স্পন্সর প্রতিষ্ঠান বনফুল-কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।

 

উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দীন, পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ সেলিম, যুগ্ম সম্পাদক নেজ্জাম আহমদ বাবু,  নেজাম উদ্দীন, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, জাহেদ প্রমুখ।

সার্বিক পরিচালনায় ছিলেন বনফুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম সিআইপি।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মোতালেব সিআইপি বলেন, খেলাধূলা শারীরিক ও মানসিক বিকাশে যথেষ্ট ভূমিকা পালন করে। অতীতের ন্যায় বর্তমান এবং ভবিষ্যতেও বনফুল-কিষোয়ান গ্রুপ খেলাধূলার পৃষ্ঠপোষকতা করে যাবে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।