ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দিশেহারা বিএনপি এখন ষড়যন্ত্রে লিপ্ত: আমিনুল ইসলাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
দিশেহারা বিএনপি এখন ষড়যন্ত্রে লিপ্ত:  আমিনুল ইসলাম

চট্টগ্রাম: ক্ষমতায় থাকাকালে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ বিরোধী দলের অগণিত নেতা-কর্মীদের হত্যা করে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল বিএনপি-জামায়াত। যারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল তারা বিগত ১৪ বছর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়ন অভিযাত্রায় জনবিচ্ছিন্ন এবং দিশেহারা হয়ে এখন নানা চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত।

 

শুক্রবার (৩ মার্চ) বিকালে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে এক উঠান বৈঠকে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এসব কথা বলেন।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো শাহজাহান, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাকিম চৌধুরীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জানে আগামী ভোট যুদ্ধে তাদের কোনো নেতা নেই। সংসদীয় গণতন্ত্রে পরবর্তী প্রধানমন্ত্রীকে সামনে রেখেই সবকিছু পরিচালিত হয়। তাদের দুই প্রধান নেতাই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। নির্বাচন করতে পারবেন না। তাই নেতাহীন, নেতৃত্বহীন দিশেহারা  বিএনপি সাংবিধানিক পথে নির্বাচনে না এসে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এই নেতাহীন, দিশেহারা বিএনপি দেশকে দিশা দিবে কিভাবে? তাই দেশবাসী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশকে উন্নয়ন অভিযাত্রায় ধারাবাহিক দেখতে চায়, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামীতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়।  

এই লক্ষ্যে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।