ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১১৭ লিটার চোলাই মদ জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
১১৭ লিটার চোলাই মদ জব্দ  ...

চট্টগ্রাম: বাঁশখালীতে ১১৭ লিটার দেশিয় চোলাই মদ, গাঁজা খাওয়ার ৫টি কল্কি ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম নাপোড়া রুস্তম কাটা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর হোসেন কালুর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, অভিযানে নুর হোসেন কালুর বসতঘর, গোয়ালঘর ও বাড়ির উঠান থেকে ১১৭ লিটার দেশিয় চোলাই মদ, গাঁজা খাওয়ার কল্কি ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।  

তিনি আরও বলেন, অভিযানের সময় নুর হোসেন কালুকে ঘটনাস্থলে না পাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।