ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর অক্ষয় নাম লেখা রবে বিশ্বজনীন মুক্তির নব ইতিহাসে:  ড. অনুপম সেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
বঙ্গবন্ধুর অক্ষয় নাম লেখা রবে বিশ্বজনীন মুক্তির নব ইতিহাসে:  ড. অনুপম সেন ...

চট্টগ্রাম: সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১ চট্টগ্রাম জেলা ও মহানগরের উদ‍্যোগে বর্ণিল আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে নগরের ঐতিহাসিক লালদীঘি চত্বরে (মুজিব পার্ক) জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সেইসঙ্গে শত বেলুন উড়ানো ও নতুন প্রজন্মের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।

সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সমাজ বিজ্ঞানী অধ‍্যাপক ড. অনুপম সেন।

বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মঈনুদ্দিন, প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার  ইনস্টিটিউশনের সভাপতি ইঞ্জিনিয়ার এম এ রশীদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বক্তব্য দেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, অ্যাড. ইফতেখার রাসেল,  আবদুল মালেক খান, অ্যাড. সাইফুন নাহার খুশী, পংকজ বিশ্বাস, ডা. ফজলুল হক সিদ্দিকী, পংকজ রায়, শফিকুর রহমান, রঞ্জন দাশগুপ্ত, ফারজানা মিলা, রাজীব চন্দ, শিলা চৌধুরী, কোহিনুর আকতার, নবী হোসেন সালাউদ্দিন, মোস্তাফিজ বিপ্লব, অ্যাড. সৈকত দাশগুপ্ত, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, শহিদুল আলম লিটন, উপাধ‍্যক্ষ চন্দন দত্ত, এম এইচ মানিক, ফয়সাল বাদশা, আবদুর রহিম, মোহাম্মদ আজমগীর, ডা. রাজিনা জান্নাত, এস এম রাফি, আবু তালেব সানী, অভি চৌধুরী, রিমন চৌধুরী আরমান, শিল্পী বড়ুয়া, দিলোয়ারা বেগম, শেলী বড়ুয়া,আঁচল চক্রবর্তী প্রমুখ।

ড. অনুপম সেন বলেন, বঙ্গবন্ধু মিশে আছেন বাঙালির সত্তায় গৌরবে বিশ্বাসে চেতনায়। বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ। শেখ মুজিব মানেই বাংলাদেশ। সমকালীন বিশ্বের মুক্তিকামী মানুষের স্লোগানের নাম শেখ মুজিব। বাঙালি জাতির চেতনার ধমনীতে প্রবাহিত শুদ্ধতম নাম শেখ মুজিব। তিনি চিরন্তন, চিরঞ্জীব; বাঙ্গালীর প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে তিনি অবিনাশী চেতনা। বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বাধীনতা নামক মহাকাব্যের মহানায়ক, আবহমান বাংলা ও বাঙ্গালীর হাজার বছরের আরাধ্য পুরুষ। তাই কালজয়ী রাষ্ট্রনায়ক বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের অক্ষয় নাম যুগ যুগান্তরে লেখা রবে বিশ্বজনীন মুক্তির নব ইতিহাসে ।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।