ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চক্ষু গবেষণায় এমএ মতিন স্বর্ণপদক পেলেন ডা. আসিফ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
চক্ষু গবেষণায় এমএ মতিন স্বর্ণপদক পেলেন ডা. আসিফ ...

চট্টগ্রাম: অফথালমোলজি সোসাইটি অব বাংলাদেশের ৫০তম বছর পূর্তিতে 'চক্ষু বিষয়ক গবেষণা ও প্রেজেন্টেশন' এর জন্য অফথালমোলজিতে বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা ‘এম এ মতিন স্বর্ণপদক’ অর্জন করেছেন চট্টগ্রামের কৃতি সন্তান ডা. সৈয়দ মুহাম্মদ আসিফুর রহমান।  

বৃহস্পতিবার (১৬ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় এই স্বর্ণপদক দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মুদ্দাসসির আলী, এশিয়া প্যাসিফিক অ্যাকাডেমি অফ অফথালমোলজির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আভা হোসেন, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. িএকেএম. মুক্তাদির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সালেহ উদ্দীন, ওএসবি এর সাবেক মহাসচিব অধ্যাপক ডা. তারেক রেজা আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আরিফ মিয়া, বারডেম জেনারেল হাসপাতাল ও মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আশরাফ সাঈদ, অধ্যাপক ডা. গোলাম হায়দার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।