ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে কমিউনিস্ট পার্টির সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
রাউজানে কমিউনিস্ট পার্টির সভা

চট্টগ্রাম: রাউজান উপজেলায় কমিউনিস্ট পার্টির উদ্যোগে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) সকালে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য অজয় সেন।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অশোক সাহা ও জেলা কমিটির সদস্য ফরিদুল ইসলাম। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ বড়ুয়া, প্রনব বড়ুয়া ও সমর বড়ুয়া প্রমূখ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত এক বছরে বেড়েছে ৫০ ভাগ থেকে ৮০ ভাগ। দেশের ১৭ কোটি মানুষ এখন বাজার সিন্ডিকেটের হাতে জিম্মি। আর এই সিন্ডিকেটের পাহারাদারের ভূমিকায় আছে স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী সরকার আওয়ামী লীগ। জনগণের জীবন যাত্রার ব্যয় বহুগুণে বেড়েছে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরতে না পারলে জনজীবন দুর্বিসহ সংকটে পড়বে। তাই বাম প্রগতিশীল শক্তিকে রাস্ট্র ক্ষমতায় গিয়ে ব্যবস্থার বদল ঘটাতে হবে।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা্, এপ্রিল ১৯, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।