ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিজেকেএস ৩য় বিভাগ ক্রিকেট লিগ শুরু শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুন ৯, ২০২৩
সিজেকেএস ৩য় বিভাগ ক্রিকেট লিগ শুরু শনিবার ...

চট্টগ্রাম: সিজেকেএস-বাকলিয়া কনট্রাকশন ৩য় বিভাগ ক্রিকেট লিগ শনিবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে।  

শনিবার সকাল সাড়ে ৯টায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক,  সিজেকেএসের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

 

শুক্রবার (৯ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ  তথ্য জানান সিজেকেএস ক্রিকেট কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান।  

তিনি জানান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় সিজেকেএস-বাকলিয়া কাট্রাকশন ও বিভাগ ক্রিকেট লিগের প্রতিটি ম্যাচ ৫০ ওভারে অনুষ্ঠিত হবে।

৩য় বিভাগ ক্রিকেট লিগ প্যারাবোলার পদ্ধতি প্রয়োগ হবে। ১৬টি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে ১ম পর্বের খেলায় অংশগ্রহণ করবে। ১ম পর্বের ৪ গ্রুপ সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ৪ টি দল সুপার ফোর পর্বে উন্নীত হবে। ৩য় বিভাগে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল আগামী মৌসুমে (২০২৪) ২য় বিভাগে উত্তীর্ণ হবে।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে নোয়াপাড়া লালে লাল ও মাদারবাড়ী উদয়ন সংঘ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাবুদ্দিন শামীম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ৯, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।