ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা, বহিষ্কার ২ যুবদল নেতা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা, বহিষ্কার ২ যুবদল নেতা 

চট্টগ্রাম: আওয়ামী লীগের দলীয় কর্মকান্ড প্রকাশ্যে অংশগ্রহণ ও চট্টগ্রাম-১০ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা সহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে দুই যু্বদল নেতাকে প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।  

সোমবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

 

বহিস্কৃতরা হলেন, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহেদুল করিম ও সদস্য লোকমান হোসেন।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগের দলীয় কর্মকান্ড প্রকাশ্যে অংশগ্রহণ ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করছেন মো. জাহেদুল করিম ও সদস্য লোকমান হোসেন।

এ ধরনের দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার কারণে প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।