চট্টগ্রাম: সাতকানিয়ায় উপজেলার ঢেমশা ইউনিয়ন থেকে ৪৫ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো। এ সময় একটি নোহা মাইক্রোবাস, ১০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো.ফেরদৌস ওরফে ফিরোজ (৩৮), মোহাম্মদ ইয়াসিন (৩৭) ও ছলিম উল্লাহ (২৩)।
ডিএনসি চট্টগ্রাম মেট্রোর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সাতকানিয়া থানার ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ঢেমশা গ্রামের বটতলা রেলক্রসিংয়ের পূর্ব পাশে অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। শুক্রবার তারা সাতকানিয়া-বাঁশখালী রুটে ইয়াবা নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমআই/টিসি