ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মশারি ও মশার ক্রিম বিতরণ করলো রোটারি ক্লাব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
মশারি ও মশার ক্রিম বিতরণ করলো রোটারি ক্লাব ...

চট্টগ্রাম: নগরের ১০টি রোটারি ক্লাবের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এনায়েত বাজার সঙ্গীত পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আঞ্জুমান আরা।

 

অনুষ্ঠান পরিচালনা করেন রোটারি ক্লাব অব রিভারাইন হালদার চ্যার্টার প্রেসিডেন্ট ওমর আলী ফয়সাল। স্বাগত বক্তব্য দেন সঙ্গীত পরিষদের সম্পাদক তাপস হোড়।

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন 

অ্যাসিস্ট্যান্ট গর্ভনর মো. জাবেদ, ডেপুটি গর্ভনর মোহাম্মদ খোরশেদ আলম, রোটারি ক্লাবের অব এরিস্টোক্র‍্যাটের সভাপতি সাদমান সাইকা ইসলাম শেফা, ক্লাব সেক্রেটারি মো. শামীম রেজা, আলী নুরু মিল্টন,  রোটারি ক্লাব অব চিটাগং সেন্ট্রালের প্রেসিডেন্ট জামিল হানিফ, রোটারি ক্লাবের অব চিটাগং ক্রাউনের প্রেসিডেন্ট আব্দুল আহাদ, রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির আইপিপি মোরশেদ আলম, প্রেসিডেন্ট সাজিদুল হক, রোটারি ক্লাব অব রিভারাইন হালদার সেক্রেটারি অ্যাডভোকেট পাপড়ি সুলতানা, রোটার‍্যক্টর পিপি শাকিল, পিপি মোত্তালেব, প্রেসিডেন্ট তুহিন, রমিজ, নেজাম, শোয়াইব, বাপ্পী ও প্রেসিডেন্ট সাদিয়া।  

১০টি ক্লাবের মধ্যে ছিল রোটারি ক্লাব অব চিটাগং এরিস্টোক্র‍্যাট, রোটারি ক্লাব চিটাগং সেন্ট্রাল, রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউন, রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজ, রোটারি ক্লাব অব চিটাগং হিলভিউ, রোটারি ক্লাব চিটাগং মিডসিটি, রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি, রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকা, রোটারি ক্লাব অব চিটাগং সাউথ, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা। সার্বিক সহযোগিতা করে রোটার‍্যক্ট ক্লাব অব চিটাগং লেক সিটি।

উদ্বোধন শেষে সঙ্গীত পরিষদ, এনায়েত বাজার মহিলা কলেজ, নন্দনকানন বৌদ্ধ মন্দির, ন্যাশনাল প্রাইমারি স্কুল, ডিসি হিল, জামালখান সেবক কলোনিতে সচেতনতমূলক র‍্যালি, লিফলেট বিতরণ, মশা নিরোধক ক্রিম প্রদানসহ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।  

এ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ডেঙ্গু ওয়ার্ডের জন্য ৬০টি মশারি বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।