ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কোরআন-সুন্নাহ বিরোধী কোনো বিষয় পাঠ্যবইয়ে সংযোজন হবে না: নওফেল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
কোরআন-সুন্নাহ বিরোধী কোনো বিষয় পাঠ্যবইয়ে সংযোজন হবে না: নওফেল ....

চট্টগ্রাম: কোরআন-সুন্নাহ বিরোধী কোনো বিষয় পাঠ্যবইয়ে সংযোজন করা হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (৩০ জুলাই) সকালে নগরের চশমা হিলের বাসভবনে শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের একটি প্রতিনিধি দল সাক্ষাতে গেলে তিনি এ মন্তব্য করেন।

ইসলামিক ফ্রন্ট নেতারা রাজনৈতিক বিবিধ আলোচনার মধ্যে বিশেষত পাঠ্য বইয়ে ইসলাম ধর্ম বিরোধী, কোরআন-সুন্নাহ বিরোধী যাতে কিছু না থাকে এবং ইসলামী মনীষীদের জীবনী সংযোজনের বিষয়ে শিক্ষা উপমন্ত্রী'র কাছে জোর দাবি জানান। কোরআন-সুন্নাহর আদর্শের সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস প্রনয়নের উপরও গুরুত্বারোপ করেন।

এছাড়া নেতারা সন্ত্রাস-জঙ্গিবাদ তথা যে কোনরূপ সংঘাত-সহিংসতার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন।

এ সময় শিক্ষা উপমন্ত্রী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন,  কোরআন-সুন্নাহ বিরোধী কোনো বিষয় পাঠ্য বইয়ে সংযোজন করা হবে না।  এছাড়া তাদের সব দাবি বিবেচনা করা হবে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রতিনিধি দলের নেতারা আরও বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী  সরকার নির্বাচন পরিচালনা করেন না, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কার্যক্ষেত্রে স্বাধীন হবে শুধুমাত্র সংবিধান এবং আইনের অধীন হবে।  

তাই স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের উপর তিনি জোর দিয়ে বলেন, কোনো অবস্থাতেই অন্য কোনো দেশি-বিদেশি অপশক্তির প্রভাব যাতে নির্বাচনের উপর না পড়ে সেই ব্যাপারে সজাগ থাকতে হবে।

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আওয়ামী লীগেরও অঙ্গীকার। সংবিধানের বর্তমান কাঠামো অবিকৃত রেখে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা'র নেতৃত্বাধীন সরকারের অধীনেই বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কোনো অপশক্তি সেইখানে বাধা প্রদানের চেষ্টা চালালে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর নেতৃত্বে এ প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির মহানগরের সহ সভাপতি এস এম আব্দুল করিম তারেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়ন মুহাম্মদ এমরান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এ এম  মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডা. মুহাম্মদ হাশমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, অধ্যক্ষ মাওলানা জানে আলম নেজামী, এম কফিল উদ্দীন রানা, শাহজাদা এস এম মাইনউদ্দীন সঞ্জরী, মাওলানা আনিসুর রহমান ও মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ্ ইকবাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।