ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে নৌকা উল্টে তরুণ উদ্যোক্তা বাবু নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
রাউজানে নৌকা উল্টে তরুণ উদ্যোক্তা বাবু নিখোঁজ ...

চট্টগ্রাম: রাউজানের উরকিরচরের বিশিষ্ট সমাজসেবক এসএম ইউসুফের বড় ছেলে তরুণ উদ্যোক্তা শাহেদ হোসেন বাবু সাহেদ হোসেন বাবু (৩৫) হালদা নদীর শাখা খালে নিখোঁজ হয়েছেন।  

সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নিজের মৎস্য খামার থেকে নৌকা যোগে ফেরার পথে বাড়ীঘোনা ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়।

এ সময় সঙ্গে থাকা চারজন সাঁতরে পাড়ে আসতে পারলেও বাবু কূলে আসতে পারেনি। তীব্র স্রোত তাকে টেনে নিয়ে যায়।
 

লেখক-সংগঠন মহিউদ্দিন ইমন ঘটনাস্থল থেকে জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, রাউজান থানা ও হাটহাজারী থানা পুলিশসহ স্থানীয় লোকজন বাবুর খোঁজ পেতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কয়েক দিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, জোয়ারের পানিতে উরকিরচরসহ আশপাশের গ্রামে বন্যা দেখা দিয়েছে। তাই খালেও স্রোত বেশি ছিল। শত শত লোকজন টর্চ লাইট জ্বালিয়ে খোঁজ করছেন বাবুকে। কিন্তু রাত ১০টায়ও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।