ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শোক দিবসে চারশ’ রোগীকে ফ্রি চিকিৎসাসেবা বিজিবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
শোক দিবসে চারশ’ রোগীকে ফ্রি চিকিৎসাসেবা বিজিবির ...

চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চট্টগ্রাম-৮ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় চারশ’ রোগীকে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট)  নগরের হালিশহর গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ে মাঠে সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত এ সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

চট্টগ্রাম-৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিজিবি দক্ষিণ পূর্ব রিজয়ন এবং চট্টগ্রাম-৮ ব্যাটালিয়নের উদ্যোগে নগরের হালিশহর এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।