ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কেডিএস গ্রুপের অ্যাম্বুলেন্স হস্তান্তর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
কেডিএস গ্রুপের অ্যাম্বুলেন্স হস্তান্তর

চট্টগ্রাম: কেডিএস গ্রুপ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতালে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে।  

বুধবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সেনাবাহিনীর সদর দপ্তরের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম, এনডিসি, পিএসসি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে অ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করেন।

 

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা শাজিয়া তাহের, কেডিএস গ্রুপের পক্ষে এজিম (এইচআর) জাফর আহমেদ, সিনিয়র ম্যানেজার (এইচআর) সুবির দাশ, প্রটোকল ম্যানেজার সুমন চৌধুরী, এইচআর ম্যানেজার কাজল বড়ুয়াসহ ক্যান্টনমেন্ট বোর্ডের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তা এবং হাসপাতালের চিকিৎসকরা।  

ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম বলেন, কেডিএস গ্রুপ অ্যাম্বুলেন্স দেওয়ায় এই অঞ্চলের রোগীদের সেবায় ব্যাপক ভূমিকা রাখবে।

 

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।