ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মৌলভীবাজার কলোনিতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
মৌলভীবাজার কলোনিতে আগুন প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের কালুরঘাট এলাকার মৌলভীবাজার কলোনিতে অগ্নিকাণ্ডে ৭৮টি কক্ষ পুড়ে গেছে।  

সোমবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে 

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, দুপুরে দেড়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুরঘাট ও বায়েজিদ বোস্তামীর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে নির্বাপণের কাজ শুরু করে।

প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের টিম। কি কারণে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
 

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।