ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৬, নভেম্বর ৩০, ২০২৩
পটিয়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত ...

চট্টগ্রাম: পটিয়ার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে নাদিয়া কলোনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাস চট্টগ্রামগামী ঈগল পরিবহনকে ওভারটেকিং করার সময় পথচারী মো. ইউসুফ (৪০) কে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।

মো. ইউসুফ পটিয়ার ৭নম্বর ওয়ার্ডের মালিয়ারা ইউনিয়নের গুরা মিয়ার পুত্র।

খবর পেয়ে পটিয়া হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

হাইওয়ে থানার এএসআই মো. সোহেল রানা বলেন, সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী বাস ওভারটেক করতে গিয়ে ওই পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।