ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মহেশখালের ওপর চসিকের সেতু উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, নভেম্বর ৩০, ২০২৩
মহেশখালের ওপর চসিকের সেতু উদ্বোধন

চট্টগ্রাম: নগরের দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের সিডিএ আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে মহেশখালের ওপর সেতু নির্মাণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।  

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মেয়র রেজাউল করিম চৌধুরী ৭ কোটি ৩০ লাখ টাকায় নির্মিত এ সেতুর উদ্বোধন করেন।

 

তিনি বলেন, শহরের প্রান্তিক অঞ্চলে থাকায় ভৌগোলিক কারণে যে কয়েকটি ওয়ার্ড পিছিয়ে আছে তার একটি দক্ষিণ আগ্রাবাদ। এ কারণে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রান্তিক অঞ্চলের মানুষের ভাগ্যবদলে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করি।

এলাকায় সেতু, সড়ক ও নালা নির্মাণের মাধ্যমে এ এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করছি।  

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, ঠিকাদার সঞ্জয় ভৌমিক কংকন, সুভাষ মজুমদার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।