ঢাকা, সোমবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সবাই ঐক্যবদ্ধ থাকলে সবকিছু সম্ভব এই শহরে: চসিক মেয়র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, অক্টোবর ৫, ২০২৫
সবাই ঐক্যবদ্ধ থাকলে সবকিছু সম্ভব এই শহরে: চসিক মেয়র ...

চট্টগ্রাম: সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চসিকের ৪১ ওয়ার্ডে ক্লিন গ্রীন ও হেলদি সিটি করতে হলে আমাদের একতা প্রয়োজন। হেলদি সিটির সঙ্গে ৪১ ওয়ার্ডের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য, সাম্য প্রতিষ্ঠায় আমি সবসময়ই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।

জাতি ধর্ম বর্ণ ও সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকলে সবকিছু সম্ভব এই চট্টগ্রাম শহরে।

শনিবার (৪ অক্টোবর) হাটহাজারীর আমান বাজারে ‘পরিবর্তন’ শ্রীশ্রী সর্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

পরিবর্তন সংগঠনের প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম প্রতিদিন’র উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।  

তিনি বলেন, আমার ৫৪ বছর বয়সে এমন সুন্দর ও সুষ্ঠু পূজা দেখিনি। দুর্গাপূজার পরপরই চট্টগ্রামে প্রথম বিজয়া সম্মিলন করলো ‘পরিবর্তন’। ধর্ম মন্ত্রণালয় গত বছর দুর্গাপূজায় ৪ কোটি টাকার অনুদান দিলেও এ বছর তা বাড়িয়ে ৫ কোটি টাকার অনুদান দিয়েছে।

সাংস্কৃতিক সংগঠক টুন্টু দাশ বিজয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পরিবর্তন সংগঠনের সভাপতি সুনীল শীল ও সাধারণ সম্পাদক যীশু শীল।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ নেছার উদ্দিন বুলু, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অর্পণ ব্যানার্জী, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিলন শর্মা, বাজুস চট্টগ্রামের সাধারণ সম্পাদক প্রণব ধর, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক জুয়েল চক্রবর্তী।

এ সময় উপস্থিত ছিলেন চবি’র সহযোগী অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেবনাথ, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন নাছিম, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের যুগ্ন সম্পাদক রুভেল দে, পরিবর্তনের পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মো. নাজিবুল হাসান রাজীব, ধর্মীয় বক্তা রুপন ধর, সিদ্ধার্থ দাশ সিধু, মিহির দে, প্রকৌশলী শৈবাল ভৌমিক, লায়ন সন্তোষ কুমার নন্দী, শুভাশীষ চৌধুরী, রাশেদ সিরাজ, ইলিয়াস আলী, মো. সাঈদুর রহমান সাঈদ, লায়ন সম্পদ দে, উজ্জ্বল কুমার দেওয়ানজী, শিমুল নাথ প্রমুখ।

অনুষ্ঠানে ধর্মীয় সংগীত পরিবেশন করে ‘প্রণাম ব্যান্ড’। যাদের সুরে ভেসে আসে ভক্তি, ভালোবাসা আর মানবতার আহ্বান।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।