ঢাকা, সোমবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চেম্বারে ৬ পরিচালকের প্রতিদ্বন্দ্বী নেই, ১৮ পদে ৫৭ প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, অক্টোবর ৫, ২০২৫
চেম্বারে ৬ পরিচালকের প্রতিদ্বন্দ্বী নেই, ১৮ পদে ৫৭ প্রার্থী

চট্টগ্রাম: শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২৪ পরিচালক পদের মধ্যে ৬টিতে প্রতিদ্বন্দ্বী নেই। তারা ট্রেড গ্রুপের তিনজন ও টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের তিনজন।

বাকি ১৮ পদে বৈধ প্রার্থী ৫৭ জন। এর মধ্যে অর্ডিনারি গ্রুপের ১২ পরিচালক পদে লড়বেন ৪১ জন।
অ্যাসোসিয়েট মেম্বার গ্রুপের ৬ পরিচালক পদে লড়বেন ১৬ জন।  

রোববার (৫ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নিচতলায় চেম্বার নির্বাচনের বৈধ প্রার্থীর তালিকা সাঁটানো হয়েছে।  

তালিকা অনুযায়ী অর্ডিনারি গ্রুপের বৈধ প্রার্থীরা হলেন-

এএসএম ইসমাইল খান, এটিএম রেজাউল করিম, আবু হায়দার চৌধুরী, আহমেদ রশিদ আমু, আহমেদ-উল আলম চৌধুরী (রাসেল), মো. সালামত আলী, আমানুল্লাহ আল-সগীর, আসাদ ইফতেখার, এমাদ এরশাদ, জসিম উদ্দিন চৌধুরী, জাভেদ সিদ্দিকী, কামাল মোস্তফা চৌধুরী, কাজী ইমরান এফ রহমান, মাসুদ আহমেদ, মো. নাসির উদ্দিন চৌধুরী, মো. আবদুল কাদের, মো. আবসার হোসাইন, মো. আবু হেননা ফারুকী, মো. আরিফ হোসাইন, মো. আশিক ইবনে সাফা, মো. দেলোয়ার হোসাইন, মো. গোলাম সরওয়ার, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মো. জামাল উদ্দিন, মো. নাজমুল হুদা, মো. শওকত আলী, মো. ওয়াহিদ মুরাদ চৌধুরী, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ রাশেদ আলী, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ মুসা, মোহাম্মদ শফিউল আলম, রাকিবুল আলম চৌধুরী, রিয়াজ ওয়েজ, সালাউদ্দিন আহমেদ, সরতাজ মোহাম্মদ ইমরান, শহিদুল আলম, শাহজাদা মোহাম্মদ ফওজুল আলিফ খান ও তাওসিফ আহমেদ।  

অ্যাসোসিয়েট সদস্য গ্রুপের প্রার্থীরা হলেন-

মো. কামরুল হুদা, মো. নেজাম উদ্দিন, মো. পারভেজ ইকবাল শরীফ, মো. সেলিম নূর, মো. শওকত আলী, মোহাম্মদ মশিহুল আলম, মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ আইয়ুব, মো. নুরুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোস্তাক আহমেদ চৌধুরী, এসএম কামাল উদ্দিন, এসএম নুরুল হক, সরওয়ার আলম খান, সৈয়দ খুরশিদ আলম ও সৈয়দ মোস্তফা কামাল পাশা।  

ট্রেড গ্রুপের তিন প্রার্থী হলেন- মোহাম্মদ আকতার পারভেজ, মোহাম্মদ আমিরুল হক এবং এসএম সাইফুল আলম।  

টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের তিন প্রার্থী হলেন- আবসার হাসান চৌধুরী, মোহাম্মদ মনির উদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ।  

চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বাংলানিউজকে বলেন, চেম্বারের বহু প্রতীক্ষিত নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং সংশ্লিষ্ট সবাই যেন সহযোগিতা করেন সেই প্রত্যাশা করি।  

সূত্র জানায়, গত ১১ আগস্ট চিটাগাং চেম্বারের ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালকমণ্ডলীর নির্বাচনের তফসিল ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন-১) কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড। আগামী ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হবে। এর মধ্যে অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন পরিচালক নির্বাচিত হবেন। ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন ৭১ প্রার্থী। এর মধ্যে কাগজপত্রের ঘাটতির কারণে প্রাথমিক বাছাইতে বাতিল হয় ৩৫ জনের মনোনয়নপত্র। পরে আপিলের মাধ্যমে অনেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে ১৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় প্রকাশিত হয় চেম্বারের সদস্যদের ভোটার তালিকা। এতে সাধারণ সদস্য হিসেবে চার হাজার এক জন, সহযোগী সদস্য হিসেবে দুই হাজার ৭৬৪, টাউন অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে ৫ জন এবং ট্রেড গ্রুপের সদস্য হিসেবে ১০ জন তালিকাভুক্ত রয়েছেন।

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।