চট্টগ্রাম: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্তৃক পবিত্র কোরআন অবমাননার ঘটনায় ফটিকছড়িতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) আসরের নামাজের পর উপজেলার নাজিরহাট ঝংকার মোড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে মিছিল বের হয়।
সভায় বক্তারা বলেন, পবিত্র কোরআন অবমাননার মতো জঘন্য ঘটনায় মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এটি শুধু অবমাননা নয়, মুসলমানদের কলিজায় আঘাত।
হেফাজত নেতা মুফতি আবু মাখনুন মুহাম্মদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার আমির মাওলানা আইয়ুব বাবুনগরী।
সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র নায়েবে আমির মাওলানা জুনায়েদ বিন জালাল, নায়েবে আমির শেখ হোসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, উপজেলা যুগ্ম সম্পাদক মাওলানা মাহমুদ শাহ, মুফতি শওকত বিন হানিফ, মাওলানা শোয়াইব, মাওলানা জুনায়েদ জওহর, মাওলানা ইরফান সাদেক, আলমগীর বিন কবির, মাওলানা আজগর ছালেহী, মাওলানা ইরফান কাদের, মাওলানা তারেকুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইসলামাবাদী, মাওলানা রহমত উল্লাহ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নাজিরহাট ঝংকার মোড় এলাকা প্রদক্ষিণ করে।
পিডি/টিসি