চট্টগ্রাম: সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুর্বৃত্তদের হামলায় আহত এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপার্সন মো. পারভেজকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দেখতে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ।
রোববার (৫ অক্টোবর) রাতে আহত সাংবাদিকদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর জোবাইরুল হাসান আরিফ এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, সাংবাদিকদের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা। অবিলম্বে এই হামলায় জড়িত দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই।
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় এখন টিভির এই দুই সাংবাদিক গুরুতর আহত হন। তাদের ক্যামেরা ভাঙচুর করে মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। বর্তমানে তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
বিই/টিসি