ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ, বিএনপি নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
পটিয়ায় নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ, বিএনপি নেতা আটক

চট্টগ্রাম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের লিফলেট বিতরণের দায়ে পটিয়ায় পুলিশের হাতে আটক হয়েছেন দিদারুল আলম সিকদার (৪৫) নামের এক বিএনপি নেতা।  

তিনি উপজেলার ছনহরা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ছনহরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত নুরুল আলমের ছেলে।

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া সদরের মুন্সেফ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।  

স্থানীয়রা জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

পটিয়ায় আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৯জন প্রার্থী নির্বাচন করছেন। ইতোমধ্যে প্রার্থীরা এলাকায় এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিএনপি নির্বাচনের বর্জন করার বিষয়ে ছনহরা ও ধলঘাটে লিফলেট বিতরণ করেছিলেন দিদারুল আলম। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি নেতা দিদারকে আটক করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: সোলাইমান জানিয়েছেন, জাতীয় নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করার দায়ে ছনহরা ইউনিয়ন বিএনপি নেতা দিদারকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।