ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চিটাগাং সিনিয়রস ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মানিক বাবলু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
চিটাগাং সিনিয়রস ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মানিক বাবলু

চট্টগ্রাম: উৎসবমুখর পরিবেশে চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল ভোটের ব্যবধানে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মানিক বাবলু।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান 'চিটাগাং সিনিয়রস' ক্লাব লিমিটেড এর বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২০২৪ মেয়াদের জন্য ম্যানেজিং কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম (মিরাজ)।

ম্যানেজিং কমিটির নির্বচিত বাকী পাঁচ সদস্য হলেন- দিলদার আহম্মদ, ডা. ভাগ্যধন বড়ুয়া, ফসিউল আলম তাসকিন, প্রফেসর ডা. মোহাম্মদ রেজাউল করিম এবং সৌরিন দত্ত।  

নির্বাচনে প্রেসিডেন্ট পদে তিন জন, ভাইস প্রেসিডেন্ট পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  

এ নির্বাচনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন কমিশনার এম.আর. দে।  সিরাজুল হক আনসারী ও এনামুল হক ইকবাল ডেপুটি কমিশনার এবং ইলেকশন সাব কমিটির অন্যান্য সদস্যবৃন্দ নির্বাচনের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।