ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৫ কোটি টাকার জাল ট্যাক্স স্ট্যাম্প উদ্ধার, মূলহোতাসহ গ্রেপ্তার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মে ১৬, ২০২৪
৫ কোটি টাকার জাল ট্যাক্স স্ট্যাম্প উদ্ধার, মূলহোতাসহ গ্রেপ্তার ৫ ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার জাল ট্যাক্স স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির ৪টি মেশিনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগ।  

বুধবার (১৬ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- ইয়াসিন, রিফাত উদ্দিন, মো. নাসির, মো. হাসান তারেক ও মো. আরিফ হোসেন।

মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন বাংলানিউজকে বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁওয়ের পাক্কার দোকানের উত্তর পাশে আব্দুল সবুরের বাড়ির ভাড়াটিয়া আরিফের বাসার ভিতর থেকে ৮ লাখ পিস সিগারেটের গায়ে লাগানো জাল ট্যাক্স স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

জাল ট্যাক্স স্ট্যাম্পের মূল্য পাঁচ কোটি টাকা। সেইসঙ্গে জাল ট্যাক্স স্ট্যাম্প তৈরির ৪টি মেশিনও জব্দ করা হয়েছে। এছাড়াও জাল ট্যাক্স স্ট্যাম্প তৈরির চক্রের মূলহোতা আরিফসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নগরের চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।