চট্টগ্রাম: নগরে জলোচ্ছ্বাস ও ভূমিধসের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)৷
বুধবার (১৯ জুন) চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের স্বাক্ষরিত এক চিঠিতে জলোচ্ছ্বাস ও ভূমিধসের বিষয়ে কাউন্সিলরদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে৷ এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে চসিক৷
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।
তিনি জানান, আবহাওয়া অফিসের সতর্কবার্তা অনুসারে আগামী তিন দিন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী জলোচ্ছ্বাস এবং ভূমিধসের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কাউন্সিলরদের জানিয়েছে চসিক।
চসিকের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনাও দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
এআর/টিসি