ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নৈরাজ্য সৃষ্টি করে বিএনপির ওপর দোষ চাপানোর অপচেষ্টা হচ্ছে: ডা. শাহাদাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
নৈরাজ্য সৃষ্টি করে বিএনপির ওপর দোষ চাপানোর অপচেষ্টা হচ্ছে: ডা. শাহাদাত

চট্টগ্রাম: কেন্দ্রীয়  বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা.শাহাদাত হোসেন বলেছেন, বাকলিয়াতে কোনো সন্ত্রাস, নৈরাজ্য, ভূমিদুস্য ও চাঁদাবাজদের স্থান হবে না। বিগত সরকার আমলে এই বাকলিয়ার মানুষ ভূমিদস্যু চাঁদাবাজ সন্ত্রাস নৈরাজ্য দখলবাজকারীদের জন্য অনেক ভলো মানুষকেও  এলাকা ছাড়তে হয়েছে।

ওই সমস্ত সন্ত্রাসীদের চিহ্নিত করে অনতি বিলম্বে আইনের আওতায় এনে তাদের অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। ঐ সমস্ত সন্ত্রাসীরা যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছিল, তারা সন্ত্রাস রাহাজানি করে বিএনপির উপর দোষ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
 

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজি ঠেকাতে দক্ষিণ বাকলিয়া মিয়াখান নগর এফ এইচ খাঁন ফজুর বাসার সামনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মহানগর বিএনপি সাবেক আহ্বায়ক ডা.শাহাদাত হোসেন বলেন, ১৬ বছরের সন্ত্রাস, নৈরাজ্য,থেকে মানুষ মুক্ত হয়েছে। এখন কেউ সন্ত্রাসী করলে, চাঁদা দাবি করলে, দখলবাজি করলে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিবেন।
রাজা লক্ষণ সেনের মত শেখ হাসিনা পিছনের দরজা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে।  

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, ছাত্র-জনতার অর্জিত বিজয় নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্র ও চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছে। তারা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের দলের কোনো নেতাকর্মী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছে কোন দুষ্কৃতিকারী, দখলদার, চাঁদাবাজ ও সন্ত্রসীর ঠিকানা বিএনপিতে হবেনা। দেশের মানুষের প্রত‌্যাশা অনুযায়ী আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ। সাম্য, সমঅধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই। বিএনপি সে লক্ষ‌্যকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে।

১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নবাব খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরীর আসু, বাকলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. চৌধুরী মামুন,সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুস চৌধুরী হাকিম, বিএনপি নেতা এস এম সেলিম, এ.টি.এম ফরিদুল আলম, হাজী মোহাম্মদ ইউনুস, নাজমুল হক নাজু,তানভীর হায়দার, মহানগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু, মো.জসিম উদ্দিন,সালাউদ্দিন চৌধুরী বাসু, বাকলিয়া যুবদলের সাধারণ সদস্য সচিব মো. মুসা, শ্রমিক দলের সভাপতি গুলজার হোসেন লেদু,বাকলিয়া থানার স্বেচ্ছাসেবক দল নেতা মো. দুলাল, মোহাম্মদ শামীম, আব্দুল বারেক, ইয়াকুব খান, মো. অপু, সানোয়ার কাদের সানি, মো. জয়, মো. কুতুব উদ্দিন রাজু, মো. জামশেদ, মো. শাহিন ও মো. টিপু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।