ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশের যুবসমাজের মূর্ত প্রতীক হয়ে উঠবে যুবদল: দীপ্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
দেশের যুবসমাজের মূর্ত প্রতীক হয়ে উঠবে যুবদল: দীপ্তি ...

চট্টগ্রাম: মহানগর সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, যুবদলের নেতৃত্বে যেমন নতুন সম্ভাবনা, তেমনই আন্দোলনের ধারাবাহিকতা। আমাদের দেশের যুবসমাজের মূর্ত প্রতীক হয়ে উঠবে এই যুবদল।

অধিকার আদায়ে, স্বপ্নের বাস্তবায়নে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে যুবদল। এটি এক নতুন যুগের সূচনা, যেখানে যুবদল আবারো জাতির মুক্তির সিঁড়ি হয়ে দাঁড়াচ্ছে।
যুবদল প্রতিষ্ঠালগ্নের শুরু থেকেই যোগ্য নেতৃত্ব দ্বারা পরিচালিত হচ্ছে।  

রোববার (২৭ অক্টোবর) সকালে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প শেষে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে যুবদল বিএনপির শক্তিশালী সহযোগী সংগঠন হিসেবে কাজ করে আসছে, যেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন সংগ্রামে অবদান ছিল, তা শুধু এই সংগঠনের জন্য নয়, বরং দেশের জনগণের জন্যও ছিল এক আশার দিশারী।  

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিপ্লব উদ্যানে প্রায় তিন শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে মহানগর যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইফতেখার মো. আদনান ও সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হাসানুল বান্না'র নেতৃত্বে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।

এতে মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল করিম, সাহাবুদ্দিন হাসান বাবু, মো. মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, মো. আবু সুফিয়ান, অরুপ বড়ুয়া, মো. আলী সাকী, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, মো. হুমায়ুন কবির, ইকবাল পারভেজ ও এরশাদ উল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মো. আজগর, সিনিয়র সহ সভাপতি শাহজাহান চৌধুরী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।