ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
পটিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ...

চট্টগ্রাম: পটিয়া থানায় হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক হাসান ইমামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পটিয়া পৌর সদরের সবুর রোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

হাসান ইমাম পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকার আহমদ উল্লাহর ছেলে।

পটিয়া থানা সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা হাসান ইমাম পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত।

তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, গ্রেপ্তার হাসান ইমামকে শুক্রবার (২০ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।