ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মীর হেলাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মীর হেলাল ...

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম স্বাক্ষরিত পত্রে এ অনুমোদন দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, গত ১৯ মার্চ প্রতিষ্ঠানের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রণীত প্রবিধানমালা, ২০২৪-এর প্রবিধান ৬৪ (১) অনুসারে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটিকে স্মারক ইস্যুর তারিখ হতে ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হলো।  

অ্যাডহক কমিটি গঠনের ৬ মাসের মধ্যে বর্ণিত প্রবিধানমালার বিধান অনুসারে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।

অ্যাডহক কমিটির মাধ্যমে শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করা যাবে না।  

অ্যাডহক কমিটির সভাপতি মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, পদাধিকার বলে সদস্য সচিব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক প্রতিনিধি শামীম আক্তার, অভিভাবক প্রতিনিধি মেজবাহ উদ্দিন সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।