ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে জামায়াত নেতারা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, আগস্ট ১৮, ২০২৫
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে জামায়াত নেতারা ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে কামাল স্টিল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।  

সোমবার (১৮ আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী মাদাম বিবিরহাট চেয়ারম্যান ঘাটা এলাকায় কামাল স্টিল মার্কেট এলাকা পরিদর্শন করেন তিনি।

এসময় মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, কামাল স্টিল মার্কেটে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ ও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, সীতাকুণ্ড উপজেলার জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবু তাহের, জামায়াত নেতা মুহাম্মদ শামসুল হুদা, ভাটিয়ারী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোশাররফ হোসেন মৃধা, সেক্রেটারি জমির উদ্দিন,  ১০ নম্বর সমিলপুর ইউনিয়ন সেক্রেটারি মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।  

জামায়াতে নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কামাল স্টিল মার্কেটের মালিক জামায়াত নেতা কুতুবউদ্দিন শিবলী, দোকানের মালিক ও ব্যবসায়ী কামাল উদ্দিন, জয়নাল আবেদীন, গিয়াস উদ্দিন, মোখতার ও মুহাম্মদ শাহীনসহ অন্যান্য ব্যবসায়ীদের সাথে কথা বলেন।  

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।