চট্টগ্রাম: বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
নগরের বহদ্দারহাট আরবি কনভেনশন হলে দুপুর ২টায় এ অনুষ্ঠান শুরু হবে।
এতে উদ্বোধক হিসেবে থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীন-এর কেন্দ্রীয় সভাপতি, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।
অনুষ্ঠান সভাপতিত্ব করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ও জমিয়াতুল মোদারের্ছীন চট্টগ্রাম মহানগর সভাপতি আল্লামা আবদুল আলীম রিজভী। এতে জেলা নেতারা বক্তব্য রাখবেন।
এদিকে পরেরদিন ২৭ অক্টোবর সকাল ১১টা থেকে চট্টগ্রাম স্টেশন রোডস্থ দি এলিনা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে জমিয়াতুল মোদারের্ছীন চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ, মহানগর আওতাধীন সাবেক জমিয়তের নেতাদের ও পীর-মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীনের কেন্দ্রীয় সভাপতি দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব প্রিন্সিপাল আল্লামা শাব্বির আহমদ মোমতাজী।
অনুষ্ঠান সভাপতিত্ব করবেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় চেয়ারম্যান, পীরে তরিক্বত, শায়খুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী। এতে বিভিন্ন দরবারের সজ্জাদানাশীনগণ উপস্থিত থাকবেন।
একইদিনে বিকেল ৩টায় চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা অডিটোরিয়ামে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ মহানগর 'শিক্ষিকাদের মাদরাসা শিক্ষার মানোন্নয়নে করণীয়' শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা আবদুল আলীম রিজভী। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীন-এর কেন্দ্রীয় সভাপতি এ এম এম বাহাউদ্দীন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব প্রিন্সিপাল আল্লামা শাব্বির আহমদ মোমতাজী এবং বিশেষ বক্তা জমিয়াতুল মোদারের্ছীনের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক প্রিন্সিপাল সৈয়দ মোহাম্মদ আবু ছালেহ।
ধারাবাহিক অনুষ্ঠানগুলোর সফল করার লক্ষ্যে প্রস্তুতি কমিটির সভা বুধবার (২২ অক্টোবর) বিকাল ৩টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এমআর/পিডি/টিসি