ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লালখান বাজারে পাহাড় ধ্বস

স্টাফ করেসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
লালখান বাজারে পাহাড় ধ্বস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর খুলশী থানার লালখান বাজারের মতিঝর্না এলাকায় পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানান, লালখান বাজারের মর্তিঝর্না এলাকার মাছ বাজার সংলগ্ন মসজিদের বিপরীত পাশে বাটালি পাহাড়ে ঝঁকিপূর্ণভাবে নিম্ন আয়ের মানুষদের জন্য ঘর তৈরি করে ভাড়া দিচ্ছেন স্থানীয় প্রভাবশালীরা।
  গত কয়েকদিন ধরে সেখানে এসব ঘরবাড়িতে যাতায়াতের জন্য পাহাড়ের কূল ঘেষে একটি রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে।

রাস্তা তৈরির কাজ করায় বৃহস্পতিবার ওই এলাকার কয়েকটি ঘরের পাশে কাটা পাহাড় থেকে মাটি ধ্বসে পড়ে। তবে মাটি শ্রমিকদের উপরে খসে পড়লেও তারা কেউ আহত হননি বলে এলাকার লোকজন জানিয়েছেন।

স্থানীয় যুবক মো. সুমন বাংলানিউজকে জানান, সকালে হঠাৎ করে ঢালু পাহাড় থেকে মাটি ভেঙ্গে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশিরা ছুটোছুটি করে সেখানে গিয়ে ভিড় জমান।  

তবে ঘটনাস্থলে কাউকে আহত কিংবা মাটি চাপা পড়তে দেখেন নি তিনি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে বলেন,‘ঢালু পাহাড়ের মাটি ধ্বসে পড়ার খবর শুনেছি। তবে কোন হতাহতের খবর পাইনি। ’
 
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
সম্পাদনা: ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।