ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গণতন্ত্রের অভিযাত্রায় বাধা না দেয়ার আহ্বান খসরুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
গণতন্ত্রের অভিযাত্রায় বাধা না দেয়ার আহ্বান খসরুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: রোববার ঢাকায় বিরোধী দলের ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বাধা না দেয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রশাসনের প্রতি এ আহ্বান জানান তিনি।



বিবৃতিতে নগর বিএনপির সভাপতি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার রক্ষার এই অভিযাত্রায় বাধা দিবেন না। চট্টগ্রামের বিপুল সংখ্যক জনগণ ও নেতাকর্মীরা শান্তিপূর্ন এই কর্মসূচিতে যোগ দিবে।


কর্মসূচিকে ঘিরে চট্টগ্রামে নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযানের নামে হয়রানী থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতি উৎসাহী হয়ে কোন কাজ করবেন না। মনে রাখবেন এই সরকার শেষ সরকার নয়।
‘অবৈধ সরকারের অবৈধ কাজে সহযোগিতা করবেন না। ইতিহাস প্রমাণ করে, মামলা হামলা গ্রেপ্তার করে কোন শাসক টিকে থাকতে পারে নি, এই সরকারও পারবে না। ’  

গণতন্ত্রের শান্তিপূর্ণএই অভিযাত্রায় সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়:১৯৩৫ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।