চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে বিলকিছ আকতার (৩০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত বিলকিছ চৌধুরীহাট এলাকার আলী রেজার বাড়ির বাসিন্দা।
![](files/July_2014/July_09/QUIZ_09_JULY_914139964.jpg)
হাটহাজারী থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রেললাইন পারাপার হওয়ার সময় চৌধুরীহাট রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী ওয়াগনে কাঁটা পড়ে বিলকিছ নামের তরুণী ঘটনাস্থলেই মারা যান।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪