চট্টগ্রাম: অসুস্থ শিল্পী আবদুল গফুর হালীকে চিকিৎসার জন্য ২০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ।
বৃহস্পতিবার জেলা পরিষদ কার্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্রশ্রী বড়ুয়া শিল্পীর হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
রবীন্দ্রশ্রী বড়ুয়া বলেন, আবদুল গফুর হালী চট্টগ্রামের লোক সংস্কৃতির এক কীর্তিমান পুরুষ। চট্টগ্রামের আঞ্চলিক, মাইজভান্ডারীসহ লোক সংগীতে তার অবদান
অবিস্মরণীয়।
আর্থিক সহায়তা দেওয়ায় আবদুল গফুর হালী জেলা পরিষদের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও আবদুল গফুর হালী একাডেমির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হায়দার।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪