ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অসুস্থ শিল্পী গফুর হালী’র সহায়তায় জেলা পরিষদ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪
অসুস্থ শিল্পী গফুর হালী’র সহায়তায় জেলা পরিষদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অসুস্থ শিল্পী আবদুল গফুর হালীকে চিকিৎসার জন্য ২০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ।

বৃহস্পতিবার জেলা পরিষদ কার্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্রশ্রী বড়ুয়া শিল্পীর হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।



রবীন্দ্রশ্রী বড়ুয়া বলেন, আবদুল গফুর হালী চট্টগ্রামের লোক সংস্কৃতির এক কীর্তিমান পুরুষ। চট্টগ্রামের আঞ্চলিক, মাইজভান্ডারীসহ লোক সংগীতে তার অবদান
অবিস্মরণীয়।
  এরকম একজন কিংবদন্তীতুল্য শিল্পীকে সম্মান জানাতে পেরে চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃপক্ষ সম্মানিত বোধ করছে।

আর্থিক সহায়তা দেওয়ায় আবদুল গফুর হালী জেলা পরিষদের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও আবদুল গফুর হালী একাডেমির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হায়দার।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।