ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ব্লেড পার্টি’র সাদ্দাম গ্রেপ্তার

স্ট‍াফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
ব্লেড পার্টি’র সাদ্দাম গ্রেপ্তার মো. সাদ্দাম

চট্টগ্রাম: নগরীর বাকলিয়া এলাকা থেকে মো. সাদ্দাম (২৩) নামে ছিনতাইকারী দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।



পুলিশের দাবি, সে ছিনতাইকারী দল ব্লেড পার্টি’র নিয়ন্ত্রণকারি। তার বিরুদ্ধে এক পোশাক শ্রমিককে গণধর্ষণসহ কয়েকটি মামলা রয়েছে।


গ্রেপ্তার সাদ্দাম বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকার শাহ আলমের পূত্র। তার মা রাবেয়া বসরী বকুলের (বকুলী) বিরুদ্ধে বাকলিয়ার বস্তি এলাকায় নারী অপরাধীদের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।   বকুলী নিজেকে জাতীয় পার্টি নেতা পরিচয় দিয়ে থাকেন।

বাকলিয়া থানার ওসি মো. মহসিন বাংলানিউজকে জানান, রাতে শাহ আমানত সংযোগ সেতু এলাকায় নুরুল ইসলাম (২০) নামের একজনের মোবাইল ছিনতাই করে সে।   এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময়, ছিনতাই হওয়া মোবাইলটিও উদ্ধার হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।