চট্টগ্রাম: নগরীর বাকলিয়া এলাকা থেকে মো. সাদ্দাম (২৩) নামে ছিনতাইকারী দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, সে ছিনতাইকারী দল ব্লেড পার্টি’র নিয়ন্ত্রণকারি। তার বিরুদ্ধে এক পোশাক শ্রমিককে গণধর্ষণসহ কয়েকটি মামলা রয়েছে।
গ্রেপ্তার সাদ্দাম বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকার শাহ আলমের পূত্র। তার মা রাবেয়া বসরী বকুলের (বকুলী) বিরুদ্ধে বাকলিয়ার বস্তি এলাকায় নারী অপরাধীদের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। বকুলী নিজেকে জাতীয় পার্টি নেতা পরিচয় দিয়ে থাকেন।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বাংলানিউজকে জানান, রাতে শাহ আমানত সংযোগ সেতু এলাকায় নুরুল ইসলাম (২০) নামের একজনের মোবাইল ছিনতাই করে সে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময়, ছিনতাই হওয়া মোবাইলটিও উদ্ধার হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪