চট্টগ্রাম: নয় জানুয়ারি থেকে শুরু হচ্ছে বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের ত্রয়শ্চত্বারিংশ আবর্তনের ক্লাস ।
ওই দিন সকাল নয়টায় নগরীর মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে উদ্বোধনী ক্লাস শুরু হবে।
শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, বাচনিক উৎকর্ষতা, সংবাদ পাঠ আর টিভি রির্পোটিং বিষয়ে এই আবর্তনের কার্যক্রম চলবে ছয়মাস।
আবর্তনে 'ক' ও 'খ' বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪