ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ আমীর খসরুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ আমীর খসরুর আমীর খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম: যুবদল-ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আমীর খসরু বলেন, প্রশাসনকে ব্যবহার করে, মামলা-হামলা, গ্রেপ্তার অভিযান করে সরকার গণতন্ত্রকামী মানুষের গণআন্দোলনকে দমাতে চায়।

কিন্তু গণতন্ত্রকামী মানুষের আন্দোলন কখনো দমানো যায় না।

তিনি বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসীদের ব্যবহার করে একতরফা নির্বাচন করে অবৈধ সরকার গঠন করে ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করার যে অপচেষ্টা সরকার করছে দেশের জনগণ তা কখনো সফল হতে দিবে না।
জনগণ তাদের ভোটের অধিকার ও দেশে সুশাসন ফিরিয়ে আনতে সরকারের পতন ঘটাবে।

সোমবার গভীর রাতে কোতোয়ালী থানায় যুবদল নেতা সামশুল হক, মোহাম্মদ মহসিন, মহানগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক টিঙ্কু দাশ, নগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি এইচ এম রাশেদ খান, ছাত্রদল সহ-সভাপতি জসিম চৌধুরীসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

সোমবার হরতাল চলাকালে নগরীর নাসিমন ভবন এলাকায় গাড়ি ভাংচুরের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

মামলাটি মিথ্যা ও বানোয়াট দাবি করে নগর বিএনপির সভাপতি মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।