চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার পাঠানপুল এলাকায় বাস ও সিএনজি টেক্সি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার রাত সোয়া ৯টায় কেরানিহাটের অদুরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই জিএনজি চালিত অটোরিকসার যাত্রী।
হাইওয়ে পুলিশের দোহাজারী থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, পাঠানপুল এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি টেক্সিকে ধাক্কা দেয় হানিফ পরিবহনের একটি বাস। এতে সিএনজি টেক্সিটি দুমড়ে মুছড়ে সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়।
এছাড়া স্থানীয়রা আহত তিনজনকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
এমইউ/টিসি