ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘রায় বহালে আনন্দিত, কার্যকর না হলে স্বস্তি নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
‘রায় বহালে আনন্দিত, কার্যকর না হলে স্বস্তি নেই’ শহীদজায়া বেগম মুশতারী শফী

চট্টগ্রাম: ‘নিজামীর ফাঁসির রায় বহালে আমি অত্যন্ত আনন্দিত, আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, চাওয়া পূরণ হয়েছে। কিন্তু এ রায় কার্যকর না হওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছি না।

’ 

বুধবার একাত্তরে বুদ্ধিজীবী হত্যা, গণগত্যা, ধর্ষণের দায়ে আলবদর বাহিনীর সুপ্রিম কমান্ডার মতিউর রহমান নিজামীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখার পর বাংলানিউজকে এভাবেই প্রতিক্রিয়া জানালেন শহীদজায়া বেগম মুশতারী শফী।

তিনি বলেন, ইতিমধ্যে জামায়াত নেতা কাদের মোল্লা, মুজাহিদ ও বিএনপি নেতা সাকা (সালাউদ্দিন কাদের) চৌধুরীসহ কয়েকজনের ফাঁসি হয়েছে।
এতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। আমাদের দাবি একাত্তরের সব যুদ্ধাপরাধীদের বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। একই সঙ্গে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত জামায়াত ও রগকাটার রাজনীতির প্রবক্তা ছাত্রশিবিরেরও বিচার চাই। তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এটা দেখে মরতে চাই।     

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এআর/টিসি

** বুদ্ধিজীবী হত্যাকারী নিজামীর ফাঁসি বহাল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।