ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

চট্টগ্রাম: রাউজানের নোয়াপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্র মোহাম্মদ শাহজাহানের (২০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে নোয়াপাড়ার আবদুল খালেকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাটের পশ্চিম বটতল নূর আলী চৌকিদার বাড়ির জেবর মুল্লুকের ছেলে শাহজাহান নোয়াপাড়া কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র। পড়াশোনার পাশাপাশি পরিবারের আর্থিক সংকটের কারণে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

সকালে একটি বাড়িতে কাজ করার সময় ফ্লোরের ওপর ছেঁড়া তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অনাগ্রহ থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।    

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।