ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট, জিতল করপোরেট অ্যাওয়ার্ড

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট, জিতল করপোরেট অ্যাওয়ার্ড উৎপাদনে শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট, জিতল করপোরেট অ্যাওয়ার্ড

চট্টগ্রাম: উৎপাদনে শীর্ষস্থান অর্জন করে বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০১৬ জিতেছে প্রিমিয়ার সিমেন্ট।  ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এই পুরস্কার দিয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) রাতে প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হকের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন অর্থমন্ত্রী ‍আবুল মাল আব্দুল মুহিত।  

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করে।

আমিরুল হক এই সম্মান প্রিমিয়ার সিমেন্টের ক্রেতা, কোম্পানির কর্মকর্তা-কর্মচারি, বিক্রয় প্রতিনিধি এবং অংশীদারদের প্রতি উৎসর্গ করেছেন।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে প্রিমিয়ার সিমেন্টর দৈনিক ১৬ হাজার মেট্রিকটন উৎপাদন ক্ষমতা রয়েছে।

 প্লান্ট সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন ক্ষমতা আরও ৮ হাজার মেট্রিকটন বাড়ানোর কাজ করছে এই কোম্পানি, যা ২০১৮ সালের মধ্যেই কার্যকরের ঘোষণা আছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।