ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উন্নয়নের জন্য নৌকায় ভোট দিতে হবে: ফজলে করিম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
উন্নয়নের জন্য নৌকায় ভোট দিতে হবে: ফজলে করিম রাউজানে পথসভায় আওয়ামী লীগের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী

চট্টগ্রাম: নৌকাকে উন্নয়ন ও শান্তির প্রতীক আখ্যা দিয়ে রাউজান আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে। এর বিকল্প নেই।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুর পাড়া, অলি মিয়ার হাট, চৌধুরী হাট, মোহাম্মদিয়া পাড়া, বড়ুয়া পাড়া এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি নয়টি পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

এ সময় নবীন-প্রবীণ ভোটাররা দুই হাত তুলে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

৮ নম্বর ওয়ার্ডের হজরত মাওলানা শেখ আনছার আলী শাহ মাজারের পাশের মাঠে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমদের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।

বড়ঠাকুর পাড়া স্কুলের সভাপতি তৈয়ব চৌধুরী এবং ইউপি সদস্য মো. ইলিয়াছের সঞ্চালনায় এতে বক্তব্য দেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাহাদুর, সিনিয়র সাংবাদিক নিরূপম দাশগুপ্ত, ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ম্যালকম চক্রবর্ত্তী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুবিনা ইয়াছমিন রুজি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, সাংবাদিক সাইদুল ইসলাম, এসএম রমজান আলী, নুরুল আজিম, মোহাম্মদ হোসেন মাহমুদ, মফজল হোসেন, হাবিবুর রহমান, শেখ মুজিবুর রহমান প্রমুখ।       

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।