ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেশের তরুণরা এখন উন্নত জীবনের স্বপ্ন দেখে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
দেশের তরুণরা এখন উন্নত জীবনের স্বপ্ন দেখে পুস্তিকার মোড়ক উন্মোচন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম:  মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত লেখক জোট প্রকাশিত কবি কামরুল হাসান বাদলের লেখা ‘শেখ হাসিনার সরকার আবার কেন দরকার’ পুস্তিকার মোড়ক উন্মোচন করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নগরভবনে মেয়রের দফতরে এ  মোড়ক উন্মোচন করেন মেয়র।   

এ সময় নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হোসেন হিরন, বেলাল আহমদ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইসা, রায়হান ইউসুফ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য আবদুল মান্নান ফেরদৌস, ফারুক আহমেদ, নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক খোরশেদ আলম,  পুস্তিকার প্রকাশক আ ফ ম মুদাচ্ছের আলী, সমন্বয়ক আহমেদ মুনছুর, রাজীব রাহুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইয়াছির আরাফাত প্রমুখ।

মেয়র বলেন, ১০ বছর আগে দেশের ৯০ ভাগ তরুণের কোনো উন্নত জীবনের স্বপ্ন দেখার সুযোগ ছিল না। কারণ ভোরে ঘুম থেকে উঠেই দেখত তাদের পরিবারের মূল খাবার চাল,ডাল, মাছ এগুলো জোটাতে পারছে না।

পরিবার যেখানে ন্যূনতম প্রয়োজনীয় খাবার জোগাড় করতে পারছে না সেখানে উন্নত জীবনের স্বপ্ন দেখা বিলাসিতা মাত্র। গত ১০ বছরে দেশের এ অবস্থা বদলে গেছে।

তিনি বলেন,  আগামী ১০ বছরে বাংলাদেশ এশিয়ার অন্যতম অর্থনীতির একটি দেশ হবে। মাহাথির যেমন পরিবর্তন করেছেন মালয়েশিয়াকে; শেখ হাসিনাও তেমনি পরিবর্তন করে চলেছেন বাংলাদেশকে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।