ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রচারণার শেষ রাতেও ‘নির্ঘুম’ আ.লীগ নেতাকর্মীরা

সরওয়ার কামাল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
প্রচারণার শেষ রাতেও ‘নির্ঘুম’ আ.লীগ নেতাকর্মীরা গভীর রাতেও নির্বাচনী কাজে ব্যস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নির্বাচনী প্রচারণার সময় শেষ হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। সকাল হলেই বন্ধ হয়ে যাবে সকল নির্বাচনী গণসংযোগ, মাইকিং ও পোস্টারিং। শেষ সময়েও এসে দম ফেলার ফুরসত নেই আওয়ামী লীগ প্রার্থী ও নেতাকর্মীদের। রাতভর ‘নির্ঘুম’ কাজ করে যাচ্ছেন তারা।

দিনভর প্রচারণা শেষে রাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক, নির্বাচনী এজেন্টের সঙ্গে বৈঠক, সমন্বয়কদের সঙ্গে বৈঠক এভাবেই কেটেছে আওয়ামী লীগের প্রার্থীদের শেষ সময়।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে চট্টগ্রাম নগর ও আশেপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

গভীর রাতেও নির্বাচনী কাজে ব্যস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা।  ছবি: উজ্জ্বল ধরবৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরের কোতোয়ালী থানার কে সি দে রোডে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া-চকবাজার) আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রধান নির্বাচনী কার্যালয় ঘুরে নেতাকর্মীদের ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে।

দেখা যায়, কেউবা ব্যস্ত শেষ সময়ে কেন্দ্র ভিত্তিক ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণে। কেউবা ব্যস্ত ভোটার স্লিপ প্রিন্ট করা নিয়ে, আবার কেউবা ব্যস্ত ভোটার স্লিপ বিতরণে।

কথা হয় চট্টগ্রাম-৯ আসন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সঙ্গে।

অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বাংলানিউজকে বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। দলীয় নেতাকর্মীরা কাজ করছেন। কেন্দ্রভিত্তিক ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়েছে। কিছু কিছু এখনও বিতরণ চলছে। ’

এদিকে রাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিজ বাসায় কয়েক দফায় বৈঠকও করেছেন প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

গভীর রাতেও নির্বাচনী কাজে ব্যস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা।  ছবি: উজ্জ্বল ধরএর আগে রাতে নগরের রিমা কনভেনশন হলে নির্বাচনী এজেন্টের সঙ্গে বৈঠক করেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সেখানে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ শীর্ষ নেতা ও এজেন্টরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে নগর আওয়ামী লীগ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভা আওয়ামী লীগ ও মহাজোটের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট চান নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা ও কার্যক্রমের একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে। সেখানেও রাতভর নির্বাচনী কাজ চালিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের পক্ষে কাজ করা মো. জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘উত্তর কাট্টলী, ভাটিয়ারী, মাদামবিবিরহাট, সলিমপুর, কুমিরাসহ বিভিন্ন এলাকার কেন্দ্রগুলোতে শেষ সময়ে নির্বাচনী পোস্টার লিফলেট পাঠানো হয়েছে। রাত জেগে আমরা ভোটার স্লিপ সরবরাহের কাজ করছি। ’

গভীর রাতেও নির্বাচনী কাজে ব্যস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা।  ছবি: বাংলানিউজচট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের প্রার্থী এমএ লতিফের পক্ষে কাজ করা মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী এম এ লতিফের রাতে কয়েকটি উঠোন বৈঠক করেছি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রস্তুতি নিয়ে কাজ করছি। ’

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।