ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নৌকায় ভোট মানে উন্নয়ন: হাছান মাহমুদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
নৌকায় ভোট মানে উন্নয়ন: হাছান মাহমুদ বক্তব্য দেন ড. হাছান মাহমুদ

চট্টগ্রাম: নৌকা হচ্ছে উন্নয়নের মার্কা। নৌকায় ভোট দিলে দেশে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে। তাই নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগের প্রার্থী ড. হাছান মাহমুদ ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে রাঙ্গুনিয়া পাইলট স্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল আলম, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র শাহাজাহান সিকদার, কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।