ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানত বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
শাহ আমানত বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া শাহ আমানত বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া

চট্টগ্রাম: ওমেগা ২৩৪ ফ্লাইটটি ৬৫ জন ক্রু ও আরোহী নিয়ে নামলো চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। এরপর আগুন ধরে যায় বিমানটিতে। ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্সের ছোটাছুটি। একদিকে আগুন নির্বাপণ, অন্যদিকে উদ্ধার অভিযান। এভাবে সফলতার সঙ্গে শেষ হলো দ্বিবার্ষিক অগ্নিনির্বাপণ মহড়া।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টা থেকে শুরু হয়  মহড়া। শেষ হতে সময় লাগে প্রায় আধঘণ্টা।

মহড়ায় অংশ নেন কর্ণফুলী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল আলম। তিনি বাংলানিউজকে বলেন, মহড়ায় ফায়ার সার্ভিসের ৩টি গাড়ি ও ১টি অ্যাম্বুল্যান্স অংশ নিয়েছে।

এ ছাড়া বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ গাড়ি, বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী, সিভিল এভিয়েশনসহ বিভিন্ন সংস্থার অংশগ্রহণ ছিল মহড়ায়।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার-ই-জামান বাংলানিউজকে বলেন, প্রতি দুই বছর পর পর বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া করতে হয়। মূলত জরুরি অবস্থায় কোন সংস্থার কাজ কীভাবে সম্পন্ন করবে তা-ই মহড়ায় দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।