‘মোমেনের জবানবন্দী’ মূলত আত্মজৈবনিক উপন্যাস। এতে সমাজ ও বাস্তবজীবনের নিখুঁত চিত্র প্রকাশ পেয়েছিল।
বুধবার (৭ আগস্ট) বিকেল ৫টায় সাহিত্যিক মাহবুব উল আলম এর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাসিরাবাদ হাউজিং সোসাইটির ২নং সড়ক সানমার ভেলোন ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সাহিত্যিক মাহবুব উল আলমের জীবন ও সাহিত্যকর্মের উপর বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। তিনি বলেন, মাহবুব উল আলমের সাহিত্যকর্ম ও ‘জমানা’ পত্রিকায় প্রকাশিত তার কলামগুলোসহ সমগ্র রচনাবলী প্রকাশিত হওয়া জরুরি, যাতে ভবিষ্যত প্রজন্ম তার সাহিত্য পাঠ করে উপকৃত হতে পারে।
বক্তব্য দেন ড. শাহ আলম, ড. গাজী সালেহ উদ্দিন, আলোকচিত্রী মউদুদ উল আলম, অধ্যাপক এ এম এম মুহিবুর রহমান, প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন মঈনুল হক, অধ্যাপক আবু সাঈদ, কবি ও লোকগবেষক শামসুল আরেফীন, আব্দুল্লাহ হায়দার প্রমুখ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুমানা চৌধুরী সাহিত্যিক মাহবুব উল আলমের স্মরণে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে মাহবুব উল আলমের উপর মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও প্রবন্ধিক আলী প্রয়াস।
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজের সহকারী অধ্যাপক সুমন হায়াতের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক গাজী শাহাদাত হোসেন, ব্যাংকার মোদাচ্ছের হোসেন ও নাজমুল আলম শৈবাল।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
এসি/টিসি